Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ ধারাবাহিক চুটকি ভান্ডার

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনেতা ও নির্মাতা শামীম জামানের নির্দেশনায় আগামী ঈদ উপলক্ষে একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন আখম হাসান, আলভী, ইশানা ও অরিন। সংগৃহীত গল্প থেকে শামীম জামানের চিত্রনাট্যে ‘চুটকি ভাÐার-থ্রি’ নামের এই ছয় পর্বের ধারাবাহিকে তারা চারজন অভিনয় করছেন ভিন্ন ভিন্ন চরিত্রে। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির তিন পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আরো তিন পর্বের শুটিং-এর কাজ চলছে পূবাইলেই। শামীম জামান বলেন, ‘ঈদে সাধারণত দর্শক একটু হাস্যরসাত্মক গল্পের নাটক দেখতে চান। সেই ভাবনা থেকেই চুটকি ভাÐার থ্রি নির্মাণ করছি। এতে চরিত্রানুযায়ী যারা অভিনয় করছেন প্রত্যেকেই খুব ভালো করছেন।’ আলভী বলেন, ‘শামীম ভাইয়ার নির্দেশনায় আগেও কাজ করেছি। খুব যতœ নিয়ে তিনি নাটক নির্মাণ করেন। তাছাড়া আমাকে খুব ¯েœহও করেন তিনি।’ ইশানা বলেন, ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত এই নাটকে আমরা সবাই বেশ মজা করে কাজটি করেছি। একটু ভিন্ন ধরনের গল্পের নাটক এটি। আশাকরি দর্শক বেশ মজা পাবেন নাটকটি দেখে।’ অরিন বলেন, ‘সবমিলিয়ে চুটকি ভাÐারের গল্পটা দারুণ।’ ঈদে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা। উল্লেখ্য শামীম জামান নির্দেশিত ‘ঝামেলা আনলিমিটেড’ নিয়মিতভাবে আরটিভিতে প্রচার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ