Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুট্টার বাম্পার ফলনের আশায় বোদার কৃষকের মুখে ফুটছে হাসি

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় এবার ভুট্টা চাষে কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। উপজেলার চারদিকে ভুট্টা গাছের সবুজ সমারোহ দেখেই মন জুড়িয়ে যায়। অল্প খরচ আর পরিশ্রমে অধিক ফলন হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন এই অঞ্চলের অধিকাংশ কৃষক। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা সংরক্ষণ সহজ হওয়ায় দিন দিন এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবহাওয়া অনুক‚লে থাকায় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন ভুট্টা চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩৬০০ হেক্টর। উপজেলায় ভুট্টা চাষিদের সাথে কথা বলে জানা যায়, গত বছর ধান ও গমের বাজার কম থাকায় চলতি মৌসুমে ভুট্টা চাষ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা ভুট্টা চাষের দিকে বেশি ঝুঁকে পড়েছে। তাদের আশা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টা চাষে এবার কিছুটা হলেও তাদের ঘাটতি পূরণ হবে। সেই সাথে ভুট্টার ন্যায্য মূল্য পাওয়ারও দাবি কৃষকদের। ভুট্টা চাষি বেংহারী বনগ্রাম ইউনিয়নের মিন্টু ও ওসমান গণি বলেন, এবারের আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুব কাজে লেগেছে। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এবার ভুট্টা গাছ অনেক ভালো হয়েছে। ফলও এসেছে প্রচুর। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ মণ ভুট্টা আসবে বলে আশা প্রকাশ করছেন তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, এ অঞ্চলের মাটি এবং আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। এখন ভুট্টা কৃষকের ঘরে তোলা পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে তাহলে অন্যান্য ফসলের লোকসান এবার ভুট্টায় উঠে আসবে বলে আশা করছি। এক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ