Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে জোড়া খুন মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত, গুলিবিদ্ধ ২

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদী শহরে আরিফ হোসেন ও খোকন মিয়া নামে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি জহিরুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।বৃহস্পতিবার ভোরে নরসিংদী সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় অপর দুই আসামি মো. বারিক (২৪) ও মো. হোসেনকে (২২) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।পুলিশের দাবি, ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় জোড়া খুনের আসামিদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, বারিক মিয়া ও মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বারিক মিয়া ও মো. হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী মহল্লায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হন। এ জোড়া খুন মামলার এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম, মো. বারিক ও মো. হোসেন। নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ