Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ২:০৭ পিএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
আজ রোববার ভোর রাতে এঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় আব্দুস সাত্তারের ছেলে মো. সিপন মিয়া আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিপন মিয়া জানান, তার বাড়ীর বাড়াটিয়া আলতা মিয়ার ঘরে ৪-৫ জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণ, নগদ ১লক্ষ ৭ হাজার টাকা, ৪টি মোবাইল নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ