Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:২৩ পিএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : ইউপিডিএফ সমর্থিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুকে কেন্দ্র করে সংগঠনটির ডাকে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে অবরোধ চলছে।
রবিবার সকাল থেকে রাঙামাটির বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করে অবরোধ সমর্থকরা। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এসময় অবরোধকারীরা কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করে। এদিকে অবরোধের কারণে সড়ক ও নৌ-পথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে অনেকে পায়ে গেটে বিভিন্ন কাজে যেতে দেখা গেছে।
এদিকে অভিযোগ উঠেছে, ইউপিডিএফ সমর্থিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) অবরোধ ডাকলেও পালন করছে এক প্রকার হরতাল। তাই শহরের সব দোকানপাঠ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনার অভিযুক্ত আসামি পিসিপি’র নেতা রমেল চাকমাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার গণমাধ্যমকে দেওয়া পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রোনাল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবরোধ কর্মসূচির কথা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ