Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাশবাড়িতে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১১:০৪ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে লাঠির আঘাতে মোসলেম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ রবিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল হাসান জানান, নড়াইল গ্রামের একই আঙ্গিনায় বাস করতেন মোসলেম উদ্দিন ও জোবেদ আলী সহ তার স্বজনরা। বাড়িতে রান্না করা চুলার ধোঁয়া নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো। আজ সকাল ৮ টার দিকে রান্না করার সময় দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এসময় চাচাতো ভাই জোবেদ আলীর সাথে মোসলেম উদ্দিনের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জোবেদ আলীর দুই ছেলে আনারুল হক ও মোনারুল হক লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ