রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুর ব্যাটের আঘাতে হাসিবুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসিবুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউপির গোলাবাড়ি গ্রামের এজাজুল হকের ছেলে এবং সে গোলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে গোলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ও গোলাবাড়ি গ্রামের রানা হোসেনের ছেলে রাজনের সাথে একই ক্লাসের বন্ধু হাসিবুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজন ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে বন্ধু হাসিবুলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলামের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।