Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের ৪ সদস্য আটক, অপহৃত ছাত্র উদ্ধার

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি সংঘবদ্ধ চক্রের মুল হোতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রোকনসহ চার সদস্যকে গ্রেফতার ও ভর্তি জালিয়াত চক্র কর্তৃক অপহৃতকে উদ্ধার করেছে টাঙ্গাইল র‌্যাব। গ্রেফতারকৃত ভর্তি জালিয়াত চক্রের সদস্যরা হচ্ছে নোয়াখালী জেলার সুধারামপুর থানার এওজবালিয়া গ্রামের মো. আনোয়ার হোসেন রোকন (২৬), মো. ইসমাইল হোসেন রুবেল (২৭), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাটালিয়া আটা গ্রামের মো. আক্তারুজ্জামান খোকন (২১) ও শ্যামলী মাস্টার পাড়ার মো. জাকারিয়া সরকার (২২)। গতকাল শনিবার দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল র‌্যাব ১২ এর কোম্পানী কমান্ডার বীণা রানী দাস জানান, একটি সংঘবদ্ধ চক্র টাকার বিনিময়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিয়ে ছাত্র ভর্তি করে থাকে। ভর্তির পর কোন প্রার্থী টাকা দিতে অস্বীকার করলে তাদের অপহরণ করে মুক্তিপণের মাধ্যমে টাকা আদায় করা হয়। তার ধারাবাহিকতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলগাতী গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. সালেহ সৌরভ দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঐ জালিয়াত চক্রের সাথে যোগাযোগ করে। পরে জালিয়াত চক্র সৌরভের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ে এগ্রি ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পায়। কিন্তু সৌরভ ভাল বিষয়ে সুযোগ না পাওয়ায় ঐখানে ভর্তি হয় না। পরে ভর্তি জালিয়াত চক্র সৌরভের নিকট টাকা দাবি করে। কিন্তু সৌরভ টাকা দিতে অস্বীকৃতি জানালে জালিয়াত চক্র গত ১৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানা এলাকা হতে তাকে অপহরণ করে। অপহরণের পর জালিয়াত চক্র সৌরভের পিতার নিকট চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সৌরভের পিতা এই বিষয়টি টাঙ্গাইল র‌্যাবকে জানালে র‌্যাব জালিয়াত চক্র অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার নিউমার্কেট থানা এলাকার নীলক্ষেত থেকে মুক্তিপণ নেয়ার সময় ভর্তি জালিযাত চক্রের অপহরণকারীদের গ্রেফতার করে ও অপহৃত সৌরভকে উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ