Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ব্যবসায়ীদের ঘরে এলাকাবাসীর তালা

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসায়ীদের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। এদিকে, ওই তালা ভেঙ্গে মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করেছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা যায়, গত ১৯ এপ্রিল রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), জেলা প্রশাসক রাব্বি মিয়া, তারাব পৌর মেয়র মিসেস হাসিনা গাজী, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলামসহ আরো অনেকে। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। সেখানে সকলে লাল কার্ড দেখিয়ে শপথ নেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। এরপর ওই রাতেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের হাসমত আলী দয়ালের ছেলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শমসের, মাদক স¤্রাজ্ঞী মিন্টুর স্ত্রী স্বপ্না, ফারুক মিয়ার স্ত্রী সুরমা ও মহিউদ্দিনের স্ত্রী হাসীর ঘরে তালা ঝুলিয়ে দেয় শপথ নেয়া প্রতিবাদী এলাকাবাসী। এদিকে গতকাল শনিবার দুপুরে চনপাড়া পূর্ণবাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ঘরে ঝুলিয়ে দেয়া তালা ভেঙ্গে খুলে দেয়। এতে এলাকাবাসী তাৎক্ষনিক প্রতিবাদ করেন। এলাকাবাসীর অভিযোগ, এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ মাসিক মাসোহারা নিয়ে থাকেন। আর এ কারনেই মাদক ব্যবসায়ীদের এ সহযোগীতা করেছেন পুলিশ। অপরদিকে, থানার একদল পুলিশ স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। স্বপন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মানিক বেপারীর ছেলে। এ বিষয়ে চনপাড়া পূর্ণবাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমানুর রহমান বলেন, পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ