রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : একাংশের সংবাদ সম্মেলনের দু’দিন পর কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির অপর একটি অংশ গতকাল শনিবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির স্বচ্ছ ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের দাবি জানানো হয়েছে। কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক সভাপতি শাহজাহান লস্কর। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগের ভোটার তালিকায় ৭০/৮০ জন ভ‚য়া ভোটার রয়েছেন। আর বিগত প্রায় আড়াই বছরে আরও ৮০/৯০ জন মালিক মৃত্যুবরণ করেছেন, না হয় গাড়ি বিক্রি করে দিয়েছেন। তাদেরকে বাদ দিতে হবে। তাছাড়া এ আড়াই বছরে যারা গাড়ি ক্রয় করেছেন এবং রাস্তায় গাড়ি চালিয়ে সমিতিকে সার্ভিস চার্জ দিচ্ছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে। ভোটার তালিকা থেকে বাদ পড়া ট্রাক্টর মালিকদের পাওনা বুঝিয়ে দেওয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর, আব্দুল গণি খান, চাঁন মিয়া, শামসুল ইসলাম প্রমুখ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।