বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানা থেকে অভিযান চালিয়ে ১৭ কনটেইনার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ ১৭ কনটেইনার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ছোট ছোট ১৭ কনটেইনার বিস্ফোরক দ্রব্য, ১৫টি জেহাদি বই, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি শক্তিশালী বোমাও নিষ্ক্রীয় করা হয়েছে। এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ‘অপারেশন সাউথ প (Paw)’ নামের এই অভিযান শুরু করে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট।
এর আগে গতকাল সন্ধ্যা ৬টা থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ধ্যা থেকে চালানো অভিযান রাত ১০টার দিকে স্থগিত করা হয়। আজ সকাল ৭টা থেকে অভিযান পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সাড়ে ৯টার দিকে অভিযান শুরু হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, বাড়িটির আশপাশ এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, বাড়ির মালিক আব্দুল্লাহ গত ৫ বছর পূর্বে একই গ্রামের চৈতন্য বিশ্বাসের ছেলে প্রভাত বিশ্বাস ছিলেন। তিনি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে সে আলমসাধু চালাতো বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এলাকার কারোর সঙ্গে মিশতেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।