Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় চলছে অপারেশন ‘সাউথ প’

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১১:১৫ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের পোড়াহাটি উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল সেখানে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘সাউথ প’ বা ‘দক্ষিণের থাবা’। শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ওই বাড়ির চারপাশের টিনের বেড়া সরাতে শুরু করেন। বাড়ির কাছে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জঙ্গি আস্তানার কাছেই উপস্থিত রয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আহমেদ তালকুদারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ