Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আজ ১২ ঘন্টা বন্ধ থাকবে

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:৪৩ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আজ (শনিবার) সকাল ৯টা  থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘন্টা বন্ধ থাকবে। জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসময় বন্ধ থাকবে বলে ইনকিলাবকে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। তিনি বলেন, কাজ শেষ হলে ওয়েবসাইটির অন্যান্য অনলাইন সেবা সব পাওয়া যাবে। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবা কিছু সময় পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন, নজিরসহ সর্বোচ্চ আদালতে  টেন্ডার, রিক্রুটমেন্ট,  গেজেট, সার্কুলার,  নোটিশ, রায় ও আদেশ ইত্যাদি বিষয় এখন ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে  দেয়া হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে  প্রদর্শন করা হচ্ছে। উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি-সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনলাইনে  দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ