Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেফতার ৫

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : বগুড়ায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান-বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার বুল মিয়ার ছেলে নান্নু মিয়া (২৬), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মেহেরাজ (২৬), কাটনারপাড়া উত্তরপাড়ার মৃত ফটু মিয়ার ছেলে মো: খাজা মিয়া (৩৮), গাবতলী থানার করিমপাড়ার দক্ষিণ পাড়ার বর্তমানে শিববাটি এলাকার মহসীন আলী মÐলের ছেলে আব্দুল মোমিন@মেহেদুল@মৃদুল (৩৬) এবং মানিকচক মোন্নাপাড়ার আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (৩২)।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ শহরের ফুলবাড়ি এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ৪২ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ