Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

তালামীযে ইসলামিয়ার মতবিনিময় সভায় বক্তারা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাতিল আকীদা বিশ্বাস সমাজে ছড়ানো হচ্ছে
সিলেট অফিস : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইসলাম অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। দুনিয়ার দিকে দিকে মুসলমানগণ নির্যাতন-নিপীড়নের পাশাপাশি নানামুখী ফিতনার সম্মুখীন হচ্ছে। নানা বাতিল আকীদা-বিশ্বাস সমাজে ছড়ানো হচ্ছে। অথচ একজন মুসলমানের ইহ-পরকালীন সফলতার প্রধান শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা-বিশ্বাস। আকীদা বিশুদ্ধ না হলে কোনো আমলই গ্রহণযোগ্য হয় না। তাই বিশুদ্ধ আকীদা-বিশ্বাস প্রচার-প্রসারে আমাদের নিরলস কাজ করতে হবে। তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে সময়ের চাহিদা বিবেচনায় রেখে দ্বীনি খিদমত চালিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার বক্তারা বলেন, মুজাদ্দিদে যামান শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) বাতিল আকীদা বিশ্বাস থেকে ছাত্র সমাজকে বাঁচিয়ে রাখার নিমিত্ত তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। তাঁর চেতনা ও আদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের সর্বস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর মানসিকতা অর্জন করতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আ.ফ.ম আব্দুল কাইয়ূম, সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসাইন, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক সভাপতি মাওলানা নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা আব্দুল মুক্তাদির খান, হাফিজ জিয়াউল ইসলাম মুহিত, মাওলানা ইউনূছ আহমদ, মাওলানা আব্দুর রব, মাওলানা নোমান আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ