বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এক সপ্তাহের জন্য বন্ধ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার হাওর উপজেলা হিসেবে খ্যাত মদন, মোহনগঞ্জ এবং খালিয়াজরী এই তিন উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার হতে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত সকল প্রকার মাছ ধরা এবং বিক্রয় নিষেধ করা হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ্ আলম মুকুল গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, হাওর এলাকায় আগাম বন্যায় বিস্তীর্ণ বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা-পাকা ধান পঁেচ হাওরের পানি দূষিত ও দুর্গন্ধ হওয়ার পাশাপাশি এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে। এর ফলে হাওরের জীববৈচিত্র বিপন্ন হওয়ার পাশাপাশি ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। এ সকল মাছ খেয়ে যাতে কোনো লোক রোগে আক্রান্ত না হয়, সে কারণে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য এই তিন উপজেলায় মাছ ধরা ও বিক্রয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই তিন উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় জনগনকে সচেতন করা হচ্ছে। তিনি আরো জানান, এই সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে কষ্ট করতে না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।