Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের কিছু আঁতেল ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে-শামীম ওসমান

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশে কিছু আঁতেল সৃষ্টি হয়েছে, যারা ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে। কিন্তু এ দেশে এসব বলে আপনারা পার পাবেন না। কারণ, এটি আমার নেত্রী শেখ হাসিনার দেশ। নারায়ণগঞ্জের সর্বস্তরের মুসলমানের ব্যানারে গতকাল জুমার নামাজের পর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতের আমীর মাওলানা আবদুল আউয়াল। ওই সমাবেশে টানা আধাঘণ্টার বক্তব্য রাখেন এমপি শামীম ওসমান।
তিনি বলেন, রাব্বির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রতিবেদনে যদি রাব্বীকে অভিযুক্ত করা হয় তার তখন প্রশাসন কোনো ধরনের গাফিলতি করলে আমি নিজেই মাঠে নামবো। আমি শুধু আল্লাহকে খুশি করতেই এ সমাবেশে এসেছি। ইসলামের ষড়যন্ত্রের সঙ্গে শামীম ওসমান কখনো আপোষ করবে না। নারায়ণগঞ্জে ইসলাম নিয়ে কট‚ক্তি করা হলে কোনো ছাড় দেয়া হবে না। আল্লাহ চাইলে শামীম ওসমানের কিছুই হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলেম ওলামাদের বৈঠকের পর অনেকের গা জ্বলে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের সমালোচনা করছে। অনেককেই উস্কে দিচ্ছে তা আমরা জানি। রফিউর রাব্বির পেছনে কারা আছে, ইন্ধন দিচ্ছে সব আমি জানি। নারায়ণগঞ্জেও সে ধরনের কিছু আঁতেল লোকজন আছে। কিছু বাম আর কমিউনিস্ট আছে যারা ঢাকাতে বসে সমালোচনা করে। অথচ শেখ হাসিনার আশীর্বাদ না থাকলে তারা মেম্বার পাস করার যোগ্যতাও হারাতো।
জেলা হেফাজতের আমীর মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি আবু জাফর বিরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, হেফাজত নেতা কামাল উদ্দিন দায়েমী, জাকির হোসেন কাসেমী, মুফতি মশিউর উল্ল্যাহ, মুফতি হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম মনির প্রমুখ।
চেক জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্তির উল্লেখ করে রফিউর রাব্বীর সমালোচনা করে শামীম ওসমান আরও বলেন, দেশে কিছু আঁতেল তৈরি হয়েছে, তাদের কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধে কট‚ক্তি করা। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের প্রভুরা খুশি হয়। কিন্তু বাংলাদেশর ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না। কারণ, এ দেশের প্রধানমন্ত্রী জাতীর জনকের কন্যা শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামীম ওসমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ