Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : তৃণমুল পর্যায়ে বরগুনার বেতাগী উপজেলায় নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে আধুনিক এই ভবন নির্মানের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, এলজিইডির অধীনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ২ কোটি ৩৬ লাখ ৩৬ টাকা ব্যয়ে পৌর শহরের প্রাণকেন্দ্র বিষখালী চত্বর এলাকায় ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ারুল ইসলাম, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা প্রকৌশলী মো: ফোরকান সিকদার, সাবেক পৌর মেয়র আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, মুক্তিযোদ্ধা রেজাউল করীম ফারুক, মোশরেফ হোসেন নশু, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শরাফ উদ্দিন ও আসিস কুমার। স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক্কোনূর এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে। আধুনিক সুবিধাদিসহ তৃতল বিশিষ্ট এই ভবনে ২৪টি কক্ষের মধ্যে স্টল, অফিস ও সভা কক্ষসহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমান বলেন, এটি নির্মানের ফলে মুক্তিযোদ্ধাদের আকাক্সক্ষার বাস্তবায়ন,আয়ের পথ সুগম ও মুক্তিযোদ্ধা সংসদের কর্মকাÐ পরিচালনায় ভোগান্তির অবসান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ