রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের কচুয়ায় সমিতির টাকা না দেয়ায় হুমায়ুন কবির (২৮) নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভ‚ঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভ‚ঁইয়ারা গ্রামের ব্যবসায়ী হুমায়ুন কবিবরে কাছ থেকে শাহপরান (৩০) নামে এক ব্যক্তি সমিতির ১ লাখ টাকা পায়। সমিতির টাকা না দেওয়ায় গতকাল শুক্রবার সকালে দোকানে গিয়ে টাকা চাইতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বেধড়ক মারধর হয়। পরে শাহপরান দোকানে তালা ঝুলিয়ে দেয়। হুমায়ুন কবির বলেন, সে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সে আমার দোকান ভাঙচুর করে ১২ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানে তালা ঝুলিয়ে দেয়। প্রতিপক্ষ শাহপরান জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে আমার সাথে হুমায়ুনের বাকবিতÐা হলেও আমি তার দোকান ভাঙচুর করেনি। সে নিজে দোকান ভাঙচুর করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মবিন বলেন, শাহপরান তার দোকান ভাঙচুর করেনি। ঘটনাটি মিথ্য বানোয়াট। যদি দোকান ভাঙচুর করে তাহলে এ ব্যাপারে ঘটনাটি সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।