Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিডিওতে কাজী শুভ-নদীর রঙিলা আকাশ

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কঠিন অসুখে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিয়া মিম। চিকিৎসক তার মনের মানুষ অন্তু করিমকে বলেছেন, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। স্বাভাবিক, প্রেমিকার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্তু। এগোতে থাকে জীবন আর ভালোবাসার টানাপোড়েনের গল্প। এটি কাজী শুভ এবং নদীর গাওয়া একটি গানের ভিডিও গল্প। গানটির নাম রঙিলা আকাশ। যা মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ মিজানের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিউজিক ভিডিওর জনপ্রিয় দুই মুখ অন্তু করিম ও মারিয়া মিম। কাজী শুভ বলেন, গান তো অনেকেই করি। তবে সেই গানের গল্প ধরে ভালো মানের ভিডিওর সংখ্যা খুব বেশি নেই। সে হিসেবে এই ভিডিওটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। অন্তু করিম বলেন, দারুণ একটা বিরহের গান। সঙ্গে গল্পটাও চোখে পানি আসার মতো। কাজটি দারুণ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ