Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধের দোকান পুড়িয়ে দেয়ার মামলায় গ্রেফতার

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মুক্তিযোদ্ধা সন্তানের ওষুধের দোকান পুড়িয়ে দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আজিজল হক নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে থানার এসআই সবুজ আলী সঙ্গিয় ফোসসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আজিজলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজল হক ওরফে কুড়ি (৫৫) উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত মেরাজ উদ্দিনের পুত্র। উল্লেখ্য, গত রোববার আজিজল হক তার সঙ্গীয় দলবল নিয়ে একই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল হকের বাড়িতে হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে। এতে ৪ জন গুরুতর আহত হয়। ওই দিন গভীর রাতে মুক্তিযোদ্ধার পরিবার হাসপাতালে থাকায় বাড়ি সংলগ্ন ওষুধের দোকানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান হারুন অর রশিদ গত মঙ্গলবার ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। আজিজল হক ওই মামলার এজাহার ভুক্ত আসামি। এছাড়া ২০১২ সালে হারুনের দখল ভুক্ত জমি জবরদখল করতে গেলে সে ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। যা বিচারাধীন রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ