Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শীতলক্ষ্যা তীরে সিদ্ধিরগঞ্জের শিমুলিয়া এবং কাঁচপুর ব্রিজের উত্তরদিকে ডেমরার সারুলিয়া ও সুকুরশিঘাট এলাকায় গত দু’দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযানে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উচ্ছেদ অভিযানে একটি ভেকু ও একটি টাগবোটের সাহায্যে অর্ধ শতাধিক অবৈধ টং দোকান, জেটি, সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়। এসময় বিপুলসংখ্যক পুলিশ, আনছার ও উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ