Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকীর দ্বিতীয় স্থান লাভ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বুধবার কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে হাফেজ সাইফুর রহমান ত্বকী ২য় স্থান অর্জন করে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। সে যাত্রাবাড়ীস্থ “মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা’র ছাত্র। কুয়েতে বিগত একযুগ যাবত প্রতিযোগিতা হলেও এটাই বাংলাদেশের সর্বোচ্চ বিজয়। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর পৃষ্ঠপোষকতায় কুয়েত সিটিতে আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই ‘কুয়েত অ্যাওয়ার্ড’। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুেেয়তের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুয়েতের আমির বাংলাদেশী বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর হাতে সার্টিফিকেট ও ত্রিশ লাখ টাকার সমপরিমাণ কুয়েতী দিনার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওকাফ মন্ত্রী মোহাম্মদ আল জাবরি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ইসলামি স্কলাররা এবং বাছাইকৃত ৭০টি দেশের হাফেজ, ক্বারীগণ। সে কুমিল্লা বিভাগীয় মুরাদনগর উপজেলার বরুড়া গ্রামের হাফেজ মাওলানা বদিউল আলম-এর ছেলে, সে ২০১৪ সালে রমজান মাসে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছিল। উল্লেখ্য, মারকাজুত তাহফিজের আরেক অন্ধ হাফেজ আব্দুল করিম বর্তমানে ইরান আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে প্রতিদ্ব›িদ্বতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ