Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় ৩য় পাতায় গত ১৭ এপ্রিল “নকশা পাল্টে শপিং সেন্টারে ল্যাব এইড হাসপাতাল” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ তার প্রতিবাদ জানিয়েছে। গতকাল পাঠানো লিখিত প্রতিবাদে বলা হয়, সংবাদের প্রথমেই নকশা পাল্টে হাসাপাতাল নির্মাণের বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের রুল জারির কথা উল্লেখ করা সত্বেও উক্ত রুল বা এ সংশ্লিষ্ট আইনানুগ কার্যক্রম বা বর্তমান অবস্থা তুলে না ধরে অন্য বিষয়ের অবতারণা করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। সানাউল হক নীরুর কনকর্ড আর্কেডিয়া শপিং মলের বিষয়ে দায়েরকৃত রিট পিটিশন এর প্রেক্ষিতে ইস্যুকৃত রুলে রিট আবেদনকারী রাজউক বরাবরে প্রেরিত আবেদনপত্র নিস্পত্তি করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ রাজউককে নির্দেশ প্রদান করেছেন। রিট আবেদনকারী আবেদনের প্রেক্ষিতে ইতিপূর্বে রাজউক কর্তৃক কনকর্ড কনডোমিনিয়াম লিমিটেডকে কনকর্ড আর্কেডিয়া শপিং মলের নকশা বহির্ভূত স্থাপনা অপসারণের বিষয়ে লিখিত চিঠির বিষয়াবলী কার্যকর করার নির্দেশনা চেয়েছেন। রাজউকের উক্ত চিঠির কার্যকারিতা স্থগিত চেয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃকপক্ষ একটি রিট আদেশ জারি করেন। বর্তমানে তা বিচারধীন আছে। সুতরাং বিচারধীন কোন বিষয়ে স্পর্শকাতর সংবাদ প্রকাশ করা কাম্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ