বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : শিশুকন্যাকে ধর্ষণ করেছে বখাটে যুবক সোহাগ। যথারীতি থানায় মামলা হওয়ার এক সপ্তাহ পরে পুলিশ বখাটেকে গ্রেফতার করে জেলে পুরে দেয়। ব্যস এটুকুই অপরাধ শিশুকন্যার পিতার। তার খেসারত হিসেবে বখাটের পরিবারের লোকজন গত ১৫ এপ্রিল সকাল ১০টায় শিশুকন্যার পিতার বাড়িতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সোহাগকে জামিনে মুক্ত করতে দুই লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়ে বাড়ি ছাড়া করেছে শিশুকন্যার পরিবারের লোকদের। এমন মর্মস্পর্শী ঘটনার বিবরণ দিয়ে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শিশুকন্যার পিতা ফিরোজ ফকির। সদর থানার মধ্য পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে ফিরোজ ফকির জানায়, শিশু কন্যাকে গত ৮ মার্চ একই গ্রামের জনৈক সোহাগ ধর্ষণ করে। এ নিয়ে মামলা হয়, কিন্তু পুলিশ প্রথমে আসামি ধরতে অবহেলা করে। কিন্তু সংবাদপত্রে ফলাও করে সংবাদ প্রচার হলে পুলিশ ব্যাপক তৎপর হয় এবং শেষতক প্রভাবশালী আসামি সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফলে ক্ষিপ্ত সোহাগের পরিবার এর জের ধরে ফিরোজের বাড়িতে হামলা চালায়। এ নিয়ে ফিরোজ আদালতে মামলা করে।
ফিরোজ ফকির বলেন, সোহাগের পরিবার এলাকার প্রভাবশালী বিধায় তাদের সাথে পেরে উঠতে পারছি না, তাই মেয়ের এ অপূরণীয় ক্ষতি পূরণ ও বাড়িতে হামলার বিচার কিভাবে বিচার পাবো! কারণ আমরা খুবই গরিব। তাই মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আমি বিচার চাই। বর্তমানে আমি বাড়িঘরে ফিরতে পারছি না। আমার পরিবার নিরাপত্তাহীন। এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) আবু নাইম বলেন, বিষয়টি আমার জানা নাই, তবে এ ব্যাপারে আদালতে মামলা হলে আদালতের আদেশ অনুসারে আইনানুগ ব্যবস্থা নেবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।