Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ২টি পেট্রোল পাম্প ও কাঁচাবাজারে ২টি দোকানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো: মুসা জঙ্গী এ জরিমানা করেন। শহরের উপকন্ঠে সোনাপুকুর রাবেয়া ফ্লাওয়ার মিল সংলগ্ন ইকু ফিলিং স্টেশন ও ঢেলাপীর ফিলিং স্টেশনের পরিমাপে কম দেয়ার দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও পৌর সবজি মার্কেটে ওজনে কম দেয়ায় সবজি বিক্রেতা মইনুল ইসলাম ও আলমের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান চলাকালে রংপুর বিএসটিআই-এর পরিদর্শক জুলফিকার আলী, সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ