রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীন ঝড়-বৃষ্টি উপেক্ষা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বন্ধ করলেন বাল্যবিয়ে। গত বুধবার সন্ধায় উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালি গ্রামে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে মির্জাপুরে প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হয়। ওই সময় ইউএনও ইসরাত সাদমীনের কাছে খরব আসে উপজেলার নগর ছাওয়ালি গ্রামের হেলাল উদ্দীনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঝর্ণা আক্তারের বিয়ের আয়োজন চলছে। প্রচন্ড ঝড়বৃষ্টি উপেক্ষা করে সন্ধ্যায় ইউএনও ইসরাত সাদমীন উপস্থিত হন বিয়ে বাড়িতে। এ সময় বর পক্ষের লোকজন কনের গায়ে হলুদ দিচ্ছিলেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে অনেকে বিয়ে বাড়ি থেকে সটকে পড়েন। পরে কনে ও বর পক্ষের অভিভাবকদের হাজির করে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইউএনও ইসরাত সাদমীন। এ সময় দুই পক্ষের লোকজন বাল্যবিয়ে করাবেন না মর্মে মুচলিকা দিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ ব্যাপারে ইউএনও ইসরাত সাদমীন বলেন বাল্যবিবাহের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে না পারলে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব হবে না। সে জন্য এ বিষয়ে সকলকে আর সচেতন হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।