Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছ না খাওয়ার জন্য মাইকিং

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগরে মরা মাছ না খাওয়ার জন্য দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। মরা মাছ না খাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলায় এবং এর আগের দিন বুধবার ওসমানীনগর উপজেলার হাটবাজার ও হাওরপাড়ে প্রচারণা চালানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, সম্প্রতি হাওরগুলোর বোরো ধান তলিয়ে গিয়ে পচে যায়। বর্তমানে পানি কমে যাওয়ার কারণে এমোনিয়াম গ্যাস হয়েছে। যার কারণে মাছগুলো মারা যাচ্ছে। এ মরা মাছ খেলে মানুষের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্ক থাকার জন্য প্রচারণা চালানো হয়। সচেতন মহল ধারণা করছেন, বোরো ধানের পোকা মারার জন্য কৃষক রাসায়নিক সার ব্যবহার করেছেন। যার ফলে মাছ মারা যাচ্ছে। হাওরের পরিবেশ দূষণের প্রতিকারে গতকাল বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। গতকাল বৃস্পতিবার মাইকিং করে জানিয়ে দেয়া হয় মরা মাছ না খাওয়ার জন্য। বুধবার সকালে গুড়াপুর হাওরের বালাগঞ্জ উপজেলাধীন অংশে পানি দূষণের প্রতিকারে চুন পানিতে ফেলা হয়। পর্যায়ক্রমে সবকটিতে চুন ছিটানো হয়। হাওরের পানিতে ভেসে উঠা বিষাক্ত মাছ না খেতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে হাওর পারে মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। গুড়াপুর হাওর পরিদর্শন করে চুন ছিটান উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মালেক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ