রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচিত (২৪) এক নারীর উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে কোন কাপড় ছিল না। জানা যায়, উপজেলার ভাতারিয়া গ্রামের হেলালের বাড়ির পাশে মাটির ডিবিতে গর্ত করে এক নারীর লাশ কে বা কারা লুকিয়ে রাখে। এক পর্যায়ে বৃষ্টিতে লাশের উপর থেকে মাটি সরে গেলে এলাকার লোকজন লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ওই দিন সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার এস.আই বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার সাগর সিনেমা হল রোড থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মোঃ বাদশা মিয়া (৩৬) ও মোঃ রমজান আলী (৪৫) নামে চিহ্নিত দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার টান কালিয়াকৈর গ্রামের মৃত মহর আলীর পুত্র মোঃ রমজান আলী ও একই গ্রামের আমানুল্লাহর পুত্র শাহাদত হোসেন বাদশা কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ কালিয়াকৈর বাজারস্থ সাগর সিনেমা হল রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে। তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার এ.এস.আই আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।