Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনঃ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুর ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ায় পুনঃ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মলমগঞ্জ বাজার কাচারী মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহসভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, শাহাদত হোসেন স্বাধীন ও জুবায়দুর রহমান দুলাল প্রমুখ। সভায় স্থানীয় এমপি জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামি একমাসের মধ্যে নির্বাচন হওয়ার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। জানা যায়, স্বার্থ হাছিলের উদ্দেশ্যে একটি মহলসহ পার্থশী ইউনিয়নের বর্তমান মহিলা মেম্বার দেলেরা বেগম সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ জটিলতার সমাধান না করেই তফসিল ঘোষণা করা হয়েছে দাবি করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। ওই রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট পার্থশী সীমানা জটিলতা সমাধান ও ভোটার তালিকা হালনাগাদ করতে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেয়। উল্লেখ্য,পার্থশী ইউনিয়নে গত ২০০৩ সালের ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিগত দিনে নদী ভাঙন, সীমানা জটিলতার অজুহাতে মামলায় ১৪ বছর বিশাল জনগোষ্ঠীর গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোট প্রয়োগে বঞ্চিত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ