Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে আহত

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা কোটালীপাড়ায় নির্বাচন পরবর্র্তী সহিংসতায় জিদান মুন্সী ওরফে লিয়ন (১৪)-কে পিটিয়ে আহত করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। আহত জিদান বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে হিরন মধ্য পাড়া মুন্সী জাকির হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে হিরন পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, হিরন পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র জিদান সকালে স্কুলে আসলে একই ক্লাসের পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলামের ভাতিজা রানা মুন্সী জিদানের পকেটের টাকা দেখে বিজয়ী চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়ার টাকা বলে মন্তব্য করে, জিদান টাকার কথা অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায় বশার মুন্সীর ছেলে রানা মুন্সী, বেলায়েত মুন্সীর ছেলে রেজাউল মুন্সী, তরিকুল শেখের ছেলে তাজ শেখ, হাশমত আলীর ছেলে রাজ্জাক ও মুন্সী এবাদুল ইসলামের বাড়ীর কর্মচারী রকমাতুল্লাহ তাকে বিদ্যালয়ের পাশে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। হিরন পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মÐল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্লাস শুরু হওয়ার আগে ছেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একই ক্লাসের ছাত্র সজিব মোল্লা বলেন, জিদনাকে রানাসহ ৪/৫ মিলে মারপিট করেছে। এ ব্যাপারে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম জানান, স্কুলে ছেলেদের মধ্যে একটু ধক্কাধাক্কি হয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে মেম্বার মেহেদী হাসান আপোষ-মীমাংসা করে দিবে বলে জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ