Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের অনুষ্ঠান নিয়ে আমব্রিন

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিয়ে বাড়ি, বর-কনের সাজসজ্জা, খাবার-দাবারসহ একটি বিয়েকে কেন্দ্র করে নানা বিষয়ের তথ্য নিয়ে এবার প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় হাজির হয়েছেন আমব্রিন। এসএ টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘জাস্ট ম্যারিড’-এ আমব্রিন উপস্থাপনা শুরু করছেন। প্রতি পর্বে বিয়ের নানা তথ্যর পাশাপাশি সদ্য বিবাহিত এক জুটির সাথে আলাপচারিতা থাকছে। টিভিতে গান, সিনেমা অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় উপস্থাপনা করলেও বিয়ে নিয়ে উপস্থাপনা এই প্রথম করছেন। আমব্রিন বলেন, বিয়ে মানে আনন্দ। আর অনেক জাঁকজমক, হৈ হুল্লোর, সাজগোজ, সব মিলে পুরো আয়োজনটাই আনন্দের। এমন একটি অনুষ্ঠানে উপস্থাপনা খুব উপভোগ করছি।’ খন্দকার শাহাদাৎ হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে এসএটিভিতে প্রচার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ