Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

কেশবপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ২:১৮ পিএম

যশোর ব্যুরো : যশোরের কেশবপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাত ইউনুস আলী সানা (৪০) সাতক্ষীরার আশাশুনী উপজেলার মনিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে কেশবপুর উপজেলার চার রাস্তার মোড়ে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।
কেশবপুর থানার এসআই রকিব হোসেন বলেন, গোপন সূত্রে তারা জানতে পারেন- কেশবপুরের দেউলি চার রাস্তার মোড়ে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এ খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।
এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি শার্টারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ শনাক্ত করা হয়েছে।
পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ