Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংসের হুমকি মার্কিন সেনাদের

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হুঁশিয়ারি দিয়ে কোনো কাজ হচ্ছে না। তাই এবার পিয়ংইয়ংকে যুক্তরাষ্ট্রের শক্তি দেখাতে পরীক্ষা চলাকালীনই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন সেনারা। এক ব্রিটিশ দৈনিকের কাছে দু’টি সূত্র থেকে এমন খবরই এসেছে। পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হুমকি উত্তর কোরিয়া অনেক দিন ধরেই দিচ্ছে। এই ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভ‚খÐে পৌঁছে যাবে বলে হুমকি দেয়া হচ্ছে। তাই নিয়ে উত্তেজনা বাড়ছে উত্তরোত্তর। ব্রিটিশ দৈনিক সূত্রে দাবি, কিম জং উনের দেশের উপরে চাপ বাড়াতে পেন্টাগন পাল্টা জানিয়েছে, পিয়ংইয়ং যদি ষষ্ঠ বার পরমাণু পরীক্ষার দিকে এগিয়ে যায়, তখন ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছনোর আগে সেটিকে গুলি করে ধ্বংস করা ছাড়া উপায় নেই। মার্কিন প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস এই প্রস্তাব কংগ্রেসের কাছে রেখেছেন। সূত্রের খবর, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেবে মার্কিন সেনা। উত্তর কোরিয়া ফের পরমাণু পরীক্ষা করলেই এই পথে এগোনোর সিদ্ধান্ত নেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। যদিও বিশেষজ্ঞদের মতে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হলে পরিস্থিতি এতটাই জটিল হবে যে তা সামলানো মুশকিল হয়ে পড়বে ওয়াশিংটনের পক্ষে। কোরীয় উপদ্বীপে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়বে। যার ফল ভুগতে হবে আমেরিকার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানকেই। এদিকে, বিশ্বব্যাপী নিন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রিয়ল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক-ভিত্তিতে আমরা আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবো। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো সমারিক পদক্ষেপ নিলে তা ‘সর্বাত্মক যুদ্ধের রূপ’ নেবে বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি থেকে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্রই রক্ষা করবে বলে দেশটি বিশ্বাস করে বলে জানিয়েছেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ