Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

উল্লাপাড়ার বড়হর ইউপির নির্বাচন ২৩ মে

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উল্লাপাড়ায় দু’দফা স্থগিত হওয়া বড়হর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৩ মে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। নির্বাচন কমিশন তাদের ওয়েব সাইডে স্থগিত হওয়া বড়হর ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত বছরের ৪ জুন প্রথম দফা বড়হর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারন ছিল। সে মোতাবেক প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা প্রচার-প্রচারণা চালায়। সে তারিখে নির্বাচনের আগের দিন সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় সীমানা সংক্রান্ত জটিলতা নিস্পত্তি শেষে ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেয়। বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী ১২ নভেম্বরের নির্বাচনের স্থগিত করে নতুন তফসিলের আদেশ চেয়ে উচ্চ আদালতে একটি মামলা করেন। এ মামলার রায়ে দ্বিতীয় দফার নির্বাচনও স্থগিত হয়। গত ২১ নভেম্বর উচ্চ আদালত মামলাটি খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনকে পুনরায় নির্বাচনের আদেশ দেয়। এর প্রেক্ষিতে ২৩ মে বড়হর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। মুঠোফোনে উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার রায় জানান, মঙ্গলবার তিনি সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। রির্টানিং অফিসারের সাথে কথা বলে বিষয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ