রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কহিনুর বেগম নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মন্টু মীর (৫০) ও তার পুত্র রুবেলকে (২৩) পুলিশ গতকাল বুধবার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, পূর্ব শত্রæতার জেরে ওঁৎ পেতে থাকা মন্টু মীর ও তার লোকজন প্রতিবেশী আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত কহিনুরকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পুত্র বেল্লাল হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার বাদী বেল্লাল জানায়, প্রতিপক্ষের লোকজন মামলা তুলে নিতে আমাকেসহ পরিবারের লোকদের রাতে একাধিক মোটরসাইকেলে মহড়া ও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। নিরাপত্তার কারণে আমরা নিজ বসত বাড়িতে যেতে পারছি না। বিষয়টি ওসি ও ইউপি চেয়ারম্যানসহ অনেককেই জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।