Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাধবপুর ডিবি পরিচয়ে ৬ লাখ টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ডিবি পরিচয় দিয়ে সংঘবদ্ধ একটি ছিনতাই চক্র স্টার সিরামিক্সের ড্রাইভার, হিসাব রক্ষক ও নিরাপত্তা কর্মীকে জিম্মি করে সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টার সিরামিক্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকারিয়া মাধবপুর থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়রি করেছেন। নিরাপত্তাকর্মী সাজেদুল ইসলাম জানায়, মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রাইম ব্যাংক থেকে প্রাইভেটকার যোগে টাকা নিয়ে যাবার পথে ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর এলাকায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকার থামিয়ে ৬ জনের একটি দল ডিবি পরিচয় দিয়ে তাদের কে মাইক্রোবাসে তুলে নেয়। টাকা রেখে তাদেরকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে ফেলে দেওয়া হয়। মাধবপুর থানার পরিদশক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ