বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আনছার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চন্দনপুর হাইস্কুল সংলগ্ন গয়ড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, গত শনিবার ১০ম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান দেরিতে স্কুলে যাওয়ায় বেধড়ক বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক আনছার আলী। পরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আশিকুজ্জামান চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আশরাফুজ্জামানের ছেলে। ঘটনার পরদিন রোববার কলারোয়া প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন, আশিকুজ্জামানের অভিভাবক (তার খালা) সাজেদা খাতুন। এর একদিন পর সোমবার নিজেকে নির্দোষ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন, প্রধান শিক্ষক আনছার আলী।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান, এ ঘটনায় ছাত্রের খালা সাজেদা খাতুন বাদী হয়ে গত ১৭এপ্রিল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩৮(৪)১৭।
বুধবার দুপুরে থানার এসআই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দনপুর হাইস্কুল সংলগ্ন গয়ড়া বাজার এলাকা থেকে প্রধান শিক্ষক আনছার আলীকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।