বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : আজ দুপুরে দিনাজপুর শহর থেকে ৫কিলোমিটার দূরে রানীগঞ্জ মোড়ের কাছে যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের অধিকাংশের শরীর ঝলসে গেছে।
এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জনকে চিকিৎসার জন্য আনার পর গুরুতর ৭ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, দুপুর ১২ টার দিকে আকস্মিকভাবে বয়লারটি বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ে। এসময় মিলে কর্মরত প্রায় ৪০ জন আহত হয়। ফায়ার ব্রিগেড স্থানীয়দের সহযোগিতায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এসময় আত্মীয়স্বজনদের আহাজারীতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।