Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুরাদনগরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ২:২৮ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে তাদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন ফারুক (৪০) ও সাইদুর (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের আশরাফ হোসেন ও শাহ আলম কবির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আশরাফ ও কবির দুজনই স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারানের অনুসারী। আশরাফ নবী-পুর ইউনিয়ন পরিষদের সদস্য।

মুরাদনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের লোকজন দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ফারুক ও সাইদুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ