Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় বাস খাদে, নিহত ৩

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:৩০ পিএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাজিরহাট থেকে পাবনা যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৮ জনকে আহতাবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ