Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পানির ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক কর্মশালা

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় গতকার মঙ্গলবার উল্লাপাড়া পৌরসভা হলরুমে চলমান জলবায়ু সহনীয় নিরাপদ পানি প্রকল্পের আওতায় বাসাবাড়িতে পানির ব্যবহার সম্পর্কিত গ্রাহক সচেতনতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পানির সংযোগ লাইন পাকাকরণ, ট্যাংকের মুখ সর্বাবস্থায় ঢেকে রাখা, নিয়মিত ট্যাংক পরিষ্কার, পানি সংগ্রহ, পরিবহন ও রক্ষণাবেক্ষণে সচেতনতা অবলম্বনসহ জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝড়-জলোচ্ছ¡াস ও বন্যা চলাকালীন সময়ে পানির উৎস রক্ষণাবেক্ষণে উৎসাহ প্রদানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আরো বক্তব্য রাখেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরামর্শক প্রকৌশলী মহরম ডাকুয়া, প্রকৌশলী এস এম শামীম রেজা, পৌর কাউন্সিলর কামাল আহেমদ কালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম আমিরুল ইসলাম আরজু, প্যানেল মেয়র-৩ আলাউদ্দিন তালুকদার আলা, প্যানেল মেয়র-২ গুলশান আরা বেলী, কাউন্সিলর মনোয়ার হোসেন সরকার, শহিদুল ইসলাম, আজাদ হোসেন, আব্দুল আলীম, ময়নুল হক, নাজমা পারভীন, পৌর সচিব তৌহিদুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ