Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৯

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার পৌর সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত ৮টায় ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ গামী একটি থ্রী হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রহমতগঞ্জ এলাকায় রাস্তার পাশে রাখা বালুর উপর উঠে যায়। এতে ১ শিশু ও ৫ মহিলাসহ ৯ জন আহত হয়। আহতরা হলো, আয়শা আক্তার (৩৮), শাহনাজ খাতুন (৬০), লিয়া মনি(৩), লিমা আক্তার (২২), সুমা আক্তার(২৫), আনোয়ার হোসেন(২৬), আ: আউয়াল (৪৮), সাইফুল ইসলাম(৪০) ও লিমা আক্তার (২২)। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রোকনুজ্জামনের নেতৃত্বে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে আশঙ্কা জনক অবস্থায় সাইফুল ইসলাম ও লিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ