Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাযিল পরীক্ষায় কুমিল্লা আলিয়া মাদরাসার সাফল্য

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লার ঐতিহ্যবাহী চকবাজার এলাকায় অবস্থিত ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা ফাযিলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ মাদরাসা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ২০১৬ সালে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) ১ম বর্ষে ২৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৪৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৬১ ভাগ। ২য় বর্ষে ১৮১জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৭৯ ভাগ এবং ৩য় বর্ষে ১১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১৬ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৯৯ দশমিক ১৪ ভাগ। ফাযিলে (স্নাতক) মাদরাসার এ সাফল্যে গভর্নিংবডির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ওমর ফারুকসহ অন্যান্য সদস্য এবং মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, শিক্ষক-কর্মচারীর, শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে মাদরাসায় ফাযিল অনার্সসহ কামিল শ্রেণিতে হাদিস, ফিকহ্ ও তাফসীর বিভাগ চালু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ