রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ ২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধিকরণে ৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ১০ লক্ষ ৮৪ হাজার টাকার সেচ ও পরিচর্যাসহ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে গত সোমবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান কবির, পৌর মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহাবুবুল আলম রনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।