Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ ২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধিকরণে ৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ১০ লক্ষ ৮৪ হাজার টাকার সেচ ও পরিচর্যাসহ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে গত সোমবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান কবির, পৌর মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মাহাবুবুল আলম রনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ