বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : যৌতুক না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী এলাকায় গৃহবধূ জোসনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার করার অভিযোগ উঠেছে স্বামী দুলাল আকন্দের বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী দুলাল আকন্দ পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিয়ের পর থেকে জোসনা আক্তারকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে স্বামী দুলাল আকন্দ ও তার পরিবার। এ নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
সোমবার রাতে একই দাবিতে স্বামী দুলাল আকন্দের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৃহবধূ জোসনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে এলাকায় প্রচারণা চালায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটাও এখন নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।