Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ শুরু আইসিটি এক্সপো

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আইসিটি এক্সপো-২০১৬। সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলা হচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরো প্রসারিত করতে দ্বিতীয়বারের মতো বসছে প্রযুক্তিপণ্যের উন্মুক্ত এই আয়োজন।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার দ্বার খোলা থাকবে। প্রদর্শনীতে ৫৯টি প্যাভিলিয়ন ও ৭০টি ছোট-বড় স্টল থাকবে। এ ছাড়া দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের অংশগ্রহণে প্রতিদিনই একাধিক সেমিনার হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গত সাত বছরে সফটওয়্যারে ব্যাপক সাফল্য এসেছে। তবে হার্ডওয়্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ছাড়া সফটওয়্যার চলতে পারে না। তাই দেশের হার্ডওয়্যার খাতকে এগিয়ে নেয়া এবারের আইসিটি এক্সপোর মূল উদ্দেশ্য। আগামী ২/৩ বছরের মধ্যে গাজীপুরের হাইটেক পার্কে কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ উৎপাদন শুরু হবে। আগামী ১০ বছরের মধ্যে এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ শুরু আইসিটি এক্সপো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ