পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি)’র সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত যুবক হত্যাসহ একাধিক মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি রিভলবার ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
ডিবির উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান দাবি করেন, রোববার দিবাগত রাতে মিরপুরের ভাষানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে সোহেল নিহত হয়। কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হিরণ নামের একজনকে আটক করা হয়। গুলিবিদ্ধ সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাজ্জাদুর রহমান আরো বলেন, স¤প্রতি ভাষানটেকে জামাল নামের এক ঠিকাদার খুন হন। এই হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন সোহেল। এদিকে মেডিকেল সূত্র জানায়, নিহতের লাশ ময়না তদন্তকালে তার শরীরে মোট ৭টি গুলির চিহৃ মিেিলছে। এর মধ্যে শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে পুলিশ প্রাথমিকভাবে নিহতের নাম সোহেল বলে উল্লেখ করেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন স্বজন মর্গে আসেননি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।