Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মার্কিন পণ্যের প্রদর্শনী আজ

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ঢাকায় মার্কিন পণ্যের প্রদর্শনী আজ শুরু হচ্ছে। ঢাকায় তিন দিনের এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রতিষ্ঠান তাদের ভোগ্যপণ্য এবং বিভিন্ন সেবা প্রদর্শন করবে। এ প্রদর্শনীর যৌথ আয়োজক মার্কিন দূতাবাস এবং অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। আজ সকাল সাড়ে দশটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। বিশ টাকা ফি দিয়ে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীতে সবাই প্রবেশ করতে পারবেন। প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার। মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর আন্দ্রিয়া রদ্রিগেজ জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহী। ২০১৫ পঞ্জিকা বছরে দুই দেশের বাণিজ্য বেড়েছে প্রায় ৯ শতাংশ। বাণিজ্যের মোট পরিমাণ এখন ৭০০ কোটি ডলার। এরমধ্যে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৬০০ কোটি ডলারের পণ্য। আর বাংলাদেশ আমদানি করেছে ১০০ কোটি ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকায় মার্কিন পণ্যের প্রদর্শনী আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ