Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই জুয়াড়ির কারাদন্ড

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


সৈয়দপুরে গতকার সোমবার সকালে জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবনের দায়ে চারজনের প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় দেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উপজেলার ধলাগাছ এলাকায় জুয়া খেলার সময় ধলাগাছ মাঝাপাড়ার আকবর আলীর ছেলে আশরাফুল (৩৫) ও একই এলাকার পশ্চিমপাড়ার মৃত রহমুদ্দিনের ছেলে বাবুকে আটক করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে শহরের মিস্ত্রিপাড়ার ইয়াছিন মিলন, সেলিম, সাগর ও সৈয়দপুর শহরের সাকিলকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ